মাধবপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার বিজিবির
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ২৫ ব্যাটালিয়ানের অধীনস্থ মাধবপুর উপজেলার ধর্মঘর, বড়জ্বলা ও হরষপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধর্মঘর সীমান্তের ১৯৯৬/২-এস পিলারের কাছে অবৈধভাবে যাতে কেউ যাতায়াত করতে না পারে সে জন্য বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে এ তথ্য নিশ্চিত করে জানান-দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি এরই ধারাবাহিকতায় সরাইল ২৫ ব্যাটালিয়নের অধীনস্থ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর, বড়জ্বলা ও হরষপুর সীমান্তে কেউ অবৈধভাবে যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য বিজিবি’র কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিজিবিকে তথ্য দিতে সীমান্তবর্তী এলাকার জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।