‘সংবাদ সম্মেলন, মন্দিরে হামলার তথ্য দিতে পারলেন না আয়োজক
দৈনিকসিলেটডেস্ক
‘প্রতিবাদ’ জানাতে সংবাদ সম্মেলন, মন্দিরে হামলার তথ্য দিতে পারলেন না আয়োজক
খুলনা: হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন আল আমিন শেখ জনি নামে খুলনার এক বাসিন্দা।
কিন্তু, কোনো তথ্যই তিনি দিতে পারেননি।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনের পাবলিসিটি সেক্রেটারি আল আমিন শেখ জনি।
তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকারের পতনের পরপরই খুলনার বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা হচ্ছে। এ সময় সাংবাদিকরা তার কাছে জেলার কোথায়, কোন মন্দির, বাসা-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে জানতে চান। উত্তরে জনি কোনো তথ্য দিতে পারেননি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার রূপসা উপজেলার অন্যতম সহ-সমন্বয়ক দাবিদার মোহাম্মদ নাঈম। তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। পরে সাংবাদিকরা হামলার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে নাঈম বলেন, আমি কিছু জানি না। আমরা ছাত্রদের নিয়ে বঙ্গবন্ধু কলেজ এলাকায় রাস্তা পরিষ্কারের কাজ করছিলাম। আমার ফোনে কল করে ডেকে আনা হয়েছে।
এরপর তিনি সব সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে সম্মেলন থেকে বিদায় নেন।
পরে জনিকে সাংবাদিকরা সংগঠনের বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানান, ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির সভাপতি শিপান কুমার বসু। তিনি দিল্লিতে থাকেন। জনি ২০১৬ সালে জাতীয়তাবাদী যুবদলের সদস্য ছিলেন বলেও দাবি করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে হিন্দু মন্দির, উপাসনালয় পাহারা দিচ্ছেন মুসলিম ছাত্র-জনতা। এছাড়া সড়কে সেনাবাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।