বিশ্বনাথে উপজেলা খেলাফত মজলিসের শোকরানা মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগে সিলেটের বিশ্বনাথে শোকরানা মিছিল করেছে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস।
বুধবার (৭ আগস্ট) বিকেলে পৌর এলাকার থানা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি সায়েফ আহমদ সায়েকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ। বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মোঃ তোফায়েল আহমদ, সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, মোহাম্মদ গৌছ উদ্দিন, উপজেলা সংগঠনের সহ সম্পাদক মাওলানা মুহসিন আহমদ, ইমদাদ উল্লাহ, মাওলানা কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, মোঃ আবু সুফিয়ান, অর্থ সম্পাদক রফিক আহমদ রাজু, প্রচার সম্পাদক মোহাম্মদ বুরহান উদ্দিন, লামাকাজী ইউপি খেলাফত মজলিসের সভাপতি লুৎফুর রহমান, অলংকারী ইউপি সভাপতি মজদুদ্দীন মাজেদ, রামপাশা ইউপি সভাপতি কামাল উদ্দিন সম্পাদক আবু সুফিয়ান, দৌলতপুর ইউপি সভাপতি বুরহান উদ্দিন, বিশ্বনাথ ইউপি সভাপতি আব্দুল গফুর, দেওকলস ইউপি সভাপতি রাসেল আহমদ শিকদার,সম্পাদক লুৎফুর রহমান, দশঘর ইউপি সভাপতি মোঃ লোকমান আহমদ, উপজেলা সংগঠনের নির্বাহী সদস্য হাফেজ আলী আহমদ, ফয়ছল আহমদ, সাইদুল করীম চৌধুরী, শামসুল হক, আতিকুর রহমান, হারিছ মোল্লা, আলা উদ্দিন হাবিবী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস উপজেলা শাখার সহ সভাপতি তৈমুছ আলী, আল আমীন, আতিকুল ইসলাম, আবু তাহের, আরিফুল ইসলাম, নাহিদ ইসলাম, আবু হানিফ, এহসান আহমদ, রবিউল ইসলাম, হুসাইন আহমদ, খালেদ আহমদ, আহমদ আলী, রাসেল আহমদ, বায়োজিদ আহমদ, বিলাল আহমদ প্রমুখ।