শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলেও উদ্বিগ্ন নন রোহিত
দৈনিকসিলেট ডেস্ক :
২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। প্রথম ওয়ানডে জেতার অবস্থা থেকে টাই হয়, পরের দুটিতে লড়াই জমাতে পারেনি তারা। সম্ভাব্য সেরা দল নিয়েও শ্রীলঙ্কার কাছে এই হার ভারতের জন্য অস্বস্তির কারণ। তবে সিরিজ হার নিয়ে উদ্বিগ্ন নন দলটির অধিনায়ক রোহিত শর্মা।
কলম্বোতে তিনটি ওয়ানডেতেই উইকেট ছিলো মন্থর ও টার্নিং। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ২৩০ রানে আটকে জেতার পথেই ছিল ভারত। নাটকীয় ধসে ম্যাচ হয়ে যাই টাই। পরের দুই ম্যাচে লঙ্কানদের ২৪০ ও ২৪৮ রান টপকাতে গিয়ে ৩২ ও ১১০ রানের বড় ব্যবধানে হারে বিশ্বের অন্যতম শক্তিশালী দল।
এই হারের ব্যাখ্যায় ভারত অধিনায়ক জানান তাদের পরিকল্পনায় ছিল গলদ, ‘উদ্বিগ্ন হওয়ার মতন কিছু আছে বলে মনে হয় না। কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমাদের পরিকল্পনাকে খতিয়ে দেখতে হবে। পুরো সিরিজ জুড়ে আমরা চাপে ছিলাম। নতুন পরিকল্পনা করতে হবে আমাদের।’
পুরো সিরিজ হয়েছে টার্নিং উইকেটে। এসব উইকেটে সাফল্য পেতে আগ্রাসী ব্যাটিং দরকার ছিল বলে অনুধাবন করছেন রোহিত, ‘টার্নিং উইকেটে বোলারদের উপর চড়াও হতে হয়। আমাদের আরেকটু সাহস দেখানো দরকার ছিলো। আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতন সাহসী ছিলাম না। এই কারণেই পিছিয়ে যাই।’