তরুণদের দেখে বিশ্ব শিখবে: ড. ইউনূস
দৈনিকসিলেট ডেস্ক :
তরুণদের সৃজনশীলতা প্রকাশ করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী ড. ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে নিজের পরিবর্তন। এই দেশ নতুন করে তরুণেরা স্বাধীন করেছে। তোমরা তোমাদের ইচ্ছেমতো গড়ে তোলো। তোমাদের দেখে বিশ্ব শিখবে।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইউনূস বলেন, ‘সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের আস্থা নেই। যেখানেই সুযোগ পায়, সেখানেই শোষণ হয়। এটা সরকার হতে পারে না। নতুন করে যে সরকার হবে, তা মানুষকে রক্ষা করবে। মানুষের আস্থাভাজন হবে। তাহলে মানুষও আমাদের সঙ্গে যোগ দেবে।’
এই নোবেলজয়ী বলেন, ‘বাংলাদেশ একটি পরিবার। আমরা একসাথে চলতে চাই।’
এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটছে, হামলা হচ্ছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘এগুলো ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এগুলো রক্ষা করা। শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা আমাদের কাজ। আমাদের যাত্রার শত্রু এসব ষড়যন্ত্র।’
‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন হতে হবে যাতে করে আমরা নিশ্চিত থাকতে পারি।’
ইউনূস বলেন, ‘আমার ওপর আস্থা রেখে ছাত্ররা আমাকে আহ্বান জানিয়েছে, আমি সাড়া দিয়েছি। আমার ওপরে বিশ্বাস ও ভরসা রাখুন, তাহলে দেশের কোথাও কোনো জায়গায় হামলা হবে না। আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমাকে বিদায় দেন। প্রয়োজন মনে হলে আমার কথা শুনতে হবে। আমার প্রথম কথা, বিশৃঙ্খলা ও সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন।
আমরা আমাদের দেশের সকল সম্ভাবনা নষ্ট করে ফেলেছি। এটাকে আবার তৈরি করতে হবে। সবাইকে অনুরোধ, আমরা পরিবার। আমরা একযোগে একসঙ্গে চলতে চাই। আমাদের সেই সুযোগ দেন। আমাদের দিকে সবাই তাকিয়ে আছে। পৃথিবী অবাক হয়েছে ছাত্রদের কাণ্ডে।’
তিনি বলেন, ‘আজ থেকে শুরু, দ্রুত এগিয়ে যেতে পারব।’ এরআগে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।
আজ রাত ৮টার দিকে অন্তর্বর্তী সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। তার আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকছেন তা নিশ্চিত করা হবে।
জানা গেছে, শপথ নেওয়ার পর রাজধানীর রমনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড. ইউনূস। দায়িত্ব পালনের সময়টুকু তিনি সেখানেই থাকবেন।
সচিবালয়ে প্রস্তুত ২২টি গাড়ি:
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে ২২টি গাড়ি দেখা গেছে। এর একটি বিএমডব্লিউ কোম্পানির। এটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্ধ। এই ২১টি গাড়ি আজ বিকেলের দিকে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ নিতে যাবেন।