মাধবপুরে মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীরা
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলা পরিষদ, ডাকবাংলো ও মাধবপুর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার করছে তারা। সরেজমিনে মাধবপুর পৌর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর বাজারে গিয়ে দেখে যায়, শিক্ষার্থীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেটে ব্যবহার করার জন্য সতর্ক করে ছেড়ে দিচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর পৌরসভার সমন্বয়ক মো: নজরুল ইসলাম জানান, মাধবপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমরা আজকে উপজেলা পরিষদ চত্বর, ডাকবাংলো ও বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি এবং ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর বাজারের ভেতরের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। পুলিশ দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো।