মুক্তমনা লেখক ও কলামিস্ট পংকজ শর্ম্মাার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড
দৈনিকসিলেট প্রতিবেদক
মুক্তমনা লেখক ও কলামিস্ট পংকজ শর্ম্মার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩ জুন ২২) রাতের আধারে কিছু সন্ত্রাসী ছাতকের শরিষপুর পয়েন্টে অবস্থিত অনি পাওয়ার ইলেক্ট্রনিক ট্রেডার্স নামক দোকানে এ অগ্নিকান্ড ঘটায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
জানা যায়, দীর্ঘদিন থেকে কলামিস্ট পংকজ শর্ম্মাার পরিবার ওই দোকানে টিভি, ফ্রিজ, এসি সহ সকল ধরণের ইলেক্ট্রনিক্স সামগ্রী পাইকারী ও খুচরা বিক্রি করে আসছেন। এটা তাদের পারিবারিক ব্যবসা। সম্প্রতি কলামিস্ট পংকজ শর্ম্মা হিন্দু ধর্মাবলম্ভী মানুষের উপর হামলা, মামলা, অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমে লেখালেখি করেন। এ লেখালেখির জের ধরেই কিছু উগ্র মৌলবাদী গোষ্টি তার দোকানে হামলা চালিয়েছে বলে জানান পংকজ শর্ম্মাা।
কলামিস্ট পংকজ বলেন, গত কয়েকদিন থেকে তাকে কিছু মৌলবাদী গোষ্টি হুমকি ধমকি দিয়ে আসছে। গণমাধ্যমে লেখালেখি বন্ধ না করলে তারা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এমনকি পংকজকে গুম করারও হুমকি দিচ্ছিল ওই মৌলবাদী গোষ্ঠি। তিনি বলেন, আমার দোকানে অগ্নিকান্ডের পর আমি ফায়ার সার্ভিসকে খবর দেই কিন্তু তারা কেউই আসেনি। থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি।