বিয়ানীবাজারে কলেজে শিক্ষদের সাথে সাক্ষাতে ছাত্রশিবির দায়িত্বশীলরা
বিয়ানীবাজার প্রতিনিধি
২০০৯ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বশেষ বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল ছাত্রশিবির। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর ছাত্র শিবির সংগঠিত হয়ে পুর্ণরায় কলেজ ক্যাম্পাসে তাদের উপস্থিতি জানান দিয়েছে বুধবার থেকে। দেশের রাজনৈতিক মূড় পরিবর্তন হতেই দেশের পরবর্তী পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি রক্ষায় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ছাত্র সংগঠনের দায়িত্বশীল।
এ ধারাবাহিকতায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত করে বিয়ানীবাজার ইসলামি ছাত্র শিবিরের উপজেলা ও কলেজ শাখার দায়িত্বশীলরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. তারিকুল ইসলামের সাথে স্যেজন্য সাক্ষাতে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহবান জানান। এ সময় কলেজ প্রশাসনের দায়িত্বশীলরা সৌহার্দ সম্প্রীতি বজায় ক্যাম্পাসে অনুকুল পরিবেশ বজায় রাখতে ইসলামি ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্সর সাথে সৌজন্য সাক্ষাত শেষে কলেজ ক্যাম্পাসে শিক্ষার অনুকুল পরিবেশ রাখতে ইসলামি ছাত্রশিবির কলেজ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা।
দীর্ঘ দিনের পুঞ্জিভুত ক্ষোভ থাকলেও দেশ বিনির্মানে ইসলামি ছাত্র শিবির কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির ঘোষণা দেন।