মোমবাতি প্রজ্বলন করে ছাত্র আন্দোলনে শহীদের স্মরণ
তাহিরপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় সমন্বয়ক আজিজুর রহমান কাওছার, তামজিদ হোসাইন মুজু, জাহিদ আল সুজন,আনিসুর রহমান, সাকিব আহমেদ, পরশ, রিদয়, সামি, ফাহিম উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা জানান, আজকে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে, তার অবদান আমরা কখনোই ভুলব না আর ভুলার মত নয়। সারা বাংলাদেশ নয় বিশ্ববাসী মনে রাখবে। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে আবারও নতুন ভাবে গড়ব সবাইকে নিয়ে। যেখানে কোনো অনিয়ম বৈষম্য থাকবে না। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলন দেখেছি। আমাদের জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের আমরা আজীবন স্মরণ করব, সম্মান জানাবো।