বিশ্বনাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদলীয় রাজনৈতিক যৌথসভা অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সার্বক্ষণিক শান্তি শূঙ্খলা বজায় ও সকল ধরনের নাশকতা এড়াতে উপজেলার সবকয়টি রাজনৈতিক দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বি.এন.পি, জামায়াত, জাতীয় পাটি,হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, জমিয়ত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র জমিয়ত, ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন সহ প্রমুখ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসায় আয়োজিত এই যৌথ সভায় বিশ্বনাথ উপজেলার সকল মানুষের জান-মালের নিরাপত্তা, মন্দির ও ধর্মীয় উপাসনালয়, বিশ্বনাথ থানা,উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ সরকারী-বে-সরকারী স্থাপনা ও প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে যৌথভাবে কাজ করতে ঐক্যমত পোষন করেন ও তা বাস্তবায়নে গতকাল থেকেই কাজ শুরু করেন।
বিশ্বনাথ উপজেলা হেফাজত ইসলামের আহ্বায়ক ও বিশিষ্ট আলেম মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন ও আহতদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। এর পাশাপাশি নেতৃবৃন্দ বিশ্বনাথ সহ সারা দেশে সকল ধরনের নাশকতা, ভাংচুর, লুঠপাট, দখলবাজী কঠোর হস্তে দমন করার জন্য ও বিশ্বনাথের কৃতিসন্তান সাবেক এম.পি এম. ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়ত (একাংশ)’র সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, উপজেলা জাতীয় পাটির আহবায়ক সিতাব আলী,ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান,হাফিজ মাহমুদুল হাসান, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, উপজেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা ক্বাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা খেলাফত মজলিসের (একাংশ) সভাপতি মাওলানা উবায়দুল হক,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, উপজেলা খেলাফত মজলিসের (একাংশ) সভাপতি মাওলানা আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, এসিসট্যান্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, উপজেলা জমিয়তের সহসভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, ফজর আলী, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি তোফায়েল আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস সুবহান,মাসিক বিশ্বনাথ ডাইজেষ্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা শমশীর আলী, শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দীন আল মামুন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান আনছারী, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, দপ্তর সম্পাদক মাওলানা জিয়াউল হক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সোহেল তাজ, জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম,পৌর যুব জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল আহাদ, খেলাফত মজলিস নেতা হাফিজ আনাস আহমদ, ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম শামীম, পৌর ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ভূইঁয়া, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ছাত্র জমিয়ত নেতা সুহাইল আহমদ প্রমূখ।