তাহিরপুরে রাস্তাঘাট বাজার পরিস্কার করেছে শিক্ষার্থীরা
তাহিরপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন করেছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা মিলে বাদাঘাট বাজারের রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করে বাদাঘাট ডিগ্রি কলেজসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এসময় সারোয়ার ইবনে গিয়াস, মোছাদ্দেক হোসেন,নকাওছার মিয়া, পরশ আহমেদ, আবুল হাসনাত আব্দুল্লাহ, সাকিব মিয়া, সুজন মিয়া,মইনুল মিয়া, বশির মিয়া, শরিফ আহমেদ, ফাহিম মিয়া, মহিবুর রহমান, মুহিম, হাসান প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা বলেন, অনেক তরুণ ছাত্র, কৃষক শ্রমিক, শিশু ও জনতার জীবন ও রক্তের বিনিময়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে গণঅভ্যুতানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় একটি স্বাধীন দেশে পরিণত হয়েছে। এখন সবার দায়িত্ব ঐক্য বদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে নিজের সন্তানদের জন্য বাংলাদেশটাকে নতুন করে গড়তে কাজ করতে হবে। সেই সম্প্রীতি বজায় রেখে এই দেশটাকে নতুন সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সকলের। হিন্দু সম্প্রদায়ের সকল ভাইদের মন্দির ও আশ্রম গুলো কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।