জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আজ সিলেট আসছেন
দৈনিকসিলেটডটকম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ১০ আগস্ট সিলেট আসছেন।
সকাল-৮টায় তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করবেন।
সকাল ১০টায় তিনি সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে নগরীর বিভিন্ন হাসপাতালে যাবেন।
দুপুর ১২ টায় ডা. শফিকুর রহমান সদর উপজেলার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। বেলা আড়াইটায় তিনি গোলাপগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল যোগ দিবেন।
সর্বশেষ বিকাল ৪টায় বিয়ানী বাজারের নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে যোগদান শেষে তিনি বিমানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন