ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত ৬১
দৈনিকসিলেট ডেস্ক :
ব্রাজিলের সাও পাওলোতে আবাসিক এলাকায় একটি অভ্যন্তরীণ রুটের টার্বোপ্রপেলার প্লেন বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ৬১ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্রাজিলের সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে উড্ডয়ন করে সাও পাওলোর প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিনহেডো শহরে বিধ্বস্ত হয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ATR-72 প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে এটি বাড়ির কাছে গাছপালার পিছনে নিচে পড়ে যায়। তারপর কালো ধোঁয়ায় কুণ্ডুলি দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল ডি লিমা বলেন, ভিনহেডোতে তার আবাসন থেকে বাইরে তাকায়ে দেখেন প্লেনটি সর্পিল আকারে ঘুরতে ঘুরতে নিচে পড়ে উচ্চ শব্দে বিস্ফোরিত হয়।
রয়টার্সকে তিনি বলেন, এটি ঘূর্ণায়মান ছিল, কিন্তু এটি এগোতে পারছিল না। এর পরপরই এটি নিচে পড়ে বিস্ফোরিত হয়।
ভিনহেডোর কাছে ভ্যালিনহোসের নগর কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় আবাসিক এলাকার একটি বাড়ির পিছনের উঠোনে বিধ্বস্ত হয়। তবে বাসিন্দাদের কেউ হতাহত হয়নি।