সিলেটে হরতাল ও অবরোধে ঝরে গেল আরেকটি তাজা প্রাণ
সিলেট সংবাদাতা
সারাদেশে বিএনপি’র ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচিতে সিলেটের কদমতলীতে একজন নিহত। খবর নিয়ে জানা যায়, গত ১৭ নভেম্বর, বিএনপি’র ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচিকে ঘিরে সিলেট জেলা কদমতলী বাস স্ট্যান্ডের সামনে ফলের আড়ত দখল নিয়ে স্থানীয় কাউন্সিলর লিপন বক্স ও শ্রমিক ইউনিয়ন সভাপতি ফলিক মিয়ার সমর্থকদের মধ্যে তুমুল মারামারি সংঘটিত হয়। এ সময় কাউন্সিলারের সমর্থিত সুহেল নামের একজন কর্মী মারা যায়।
সে দক্ষিণ সুরমার মোল্লার গাওয়ের আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়। এদিকে নিহতের বিষয়ে ভিকটিম সোহেলের বড় ভাই রুহেল আহমদ ঘটনার দিন রাত্রে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন- ১। ফলিক মিয়া, ২। আফতাব আহমদ, ৩। রায়হান আহমদ, ৪। হাবিজ, ৫। মোস্তফা মিয়া, ৬। হাসানুর রহমান তামিম, ৭। কায়েস মাহমুদ, ৮। রকিব আলী, ৯। নুরুল ইসলাম, ১০। রাসেল মিয়া। দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ বলেন দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।