জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবের আগমনে আনন্দ মিছিল
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতার আগমন উপলক্ষে আনন্দ মিছিল বের করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাচনা বাজার ও জামালগঞ্জ সদরের বিভিন্ন সড়কে এই মিছিল প্রদক্ষিণ করা হয়।
মিছিলটি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বের করা হয়।
জানা যায়, বিগত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী সরকার পতনের পর এই প্রথম জামালগঞ্জে আসেন কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি জামালগঞ্জ উপজেলার সাবেক যুবদলের সভাপতি মরহুম হুমায়ুন কবিরের বড় ছেলে। মাহবুব ছাত্রাবস্থায় ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে যান। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শনিবারে তিনি জামালগঞ্জে আসার সংবাদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা সকাল থেকেই উপজেলার সাচনা বাজারের সিএন্ডবি রোডে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৫টায় তিনি জামালগঞ্জ এসে পৌঁছালে “সংঘাত নয় শান্তি শান্তি” নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বাজার। এসময় মিছিলে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, উত্তর ইউনিয়ন সভাপতি আলী আক্কাছ মুরাদ, সাচনা বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ নূর আখঞ্জী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুবদল নেতা জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তৌফিকুর রহমানসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।