প্রেমিক-প্রেমিকার সোনা জয়!
দৈনিকসিলেট ডেস্ক :
অলিম্পিকে প্রতিদিনই কোনো না কোনো দারুণ ঘটনা জন্ম নিচ্ছে। সেসব ঘটনার কারণেই বোধ হয় অলিম্পিককে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’ এবারের অলিম্পিকের হকির নারী এবং পুরুষ দুই ইভেন্টেই সোনা জিতেছে নেদারল্যান্ডস। সেই হকি দিয়েছে এক চমৎকার ঘটনার জন্ম। প্রেমিক-প্রেমিকা দুজনেই জিতেছেন হকির সোনা।
ডাচ মেয়েরা টানা দ্বিতীয়বার হয়েছে হকির চ্যাম্পিয়ন। চীনের বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ ব্যবধানে সমতায়। পেনাল্টি শুটআউটে পরে চীনকে ৩–১ ব্যবধানে হারিয়েছে ডাচ মেয়েরা।
এর আগে, ছেলেদের ফাইনালেও পেনাল্টি শুটআউটে জার্মানিকে একই ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে নেদারল্যান্ডস পুরুষ দল। অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস।
এই রেকর্ডের বাইরে মজার যে রেকর্ডটি হয়েছে সেটি হলো দল দুটির হয়ে সোনা জিতেছেন প্রেমিক–প্রেমিকা। পুরুষ দলের থিস ফন ডাম সোনা জেতার পর ২৪ ঘণ্টার পরেই সোনা জিতলেন ফন ডামের প্রেমিকা নারী দলের সদস্য পিয়েন স্যান্ডার্স। দুজনই গোল করেছেন পেনাল্টি শুটআউটে।