চুনারুঘাটে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু পরিবারকে হামলা ও ভাংচুরের হুমকি দিয়ে আসছিলো একদল দুর্বৃত্তরা। সংখ্যালঘু পরিবারের হুমকির বিষয়টি হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ অবগত হন এবং উপজেলা বিএনপিকে সহযোগিতার জন্য নির্দেশ দেন ।
এরই প্রেক্ষিতে শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ জিকে গউছ এর নির্দেশে চুনারুঘাট উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত একডালা গ্রামে আতংকিত সুজিত মাস্টারের বাড়ি পরিদর্শন করে। এ সময় তাদের খোঁজ খবর নেন নেতাকর্মীরা এবং তাদের যে কোন সমস্যায় পাশে থাকবে উপজেলা বিএনপি বলে আস্বস্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, নাসির মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, মিরাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, ২নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, ৪নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির যুগ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার মামুন, ছাত্রদল নেতা ওলিউর রহমান, মিরাশি ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মো: মামুন মিয়া সহ আরো অনেকেই। এছাড়াও চুনারুঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্দির সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রক্ষায় পাহারা দিয়ে আসছে।
এডভোকেট মীর সিরাজ জানান, একদল দুর্বৃত্ত আন্দোলনকারী ও বিএনপি নেতাকর্মীদের দোষারোপ করতে উঠে পড়ে লেগেছে৷ দুর্বৃত্তরা যাহাতে অপকর্ম করে আমাদের উপর দায় চাপাতে না পারে এবং দোষারোপ করতে না পারে এজন্য আমরা প্রতিদিন রাতে রাত জেগে পাহারা দিচ্ছি পাশাপাশি সংখ্যালঘুদের উপর যাতে আক্রমণ না করতে পারে আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি।