শাল্লায় সনাতনীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিশিকান্ত সরকার, শাল্লা প্রতিনিধি
সংখ্যালঘুদের সুরক্ষা চাই, আমরা কেন স্বাধীন নয়।এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশর বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও ঘরবাড়ি লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে শাল্লা উপজেলা কালী মন্দির থেকে এক বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
(১১ আগস্ট) রবিবার দুপর ২টায় শাল্লা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাশের সভাপতিত্বে ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাল্লা কালী মন্দির কমিটির সভাপতি ও বাহাড়া ইউপি চেয়ারম্যান, বিশ্বজিত চৌধুরী (নান্টু) অধ্যাপক তরুণ কান্তি দাশ ও জয়ন্ত সেন এসময় বক্তারা হিন্দুদের ৮ দফা দাবি মানার জন্য বর্তমান সরকারে কাছে অনুরোধ জানান। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শাল্লা উপজেলার কয়েক হাজার সনাতনী মানুষ উপস্থিত হন।