বিশ্বনাথ থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ থানায় আসতে শুরু করেছে পুলিশ।
রোববার (১১ আগস্ট) দুপুর থেকে স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরো কিছু সময় লাগবে।
সংবাদমাধ্যমকে অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী বলেন ,অনেক ফোর্স এখনও আসেনি। তারা আসবে শিগগিরই। সব পুলিশ ফোর্স আসার পর আমরা পুরোপুরিভাবে দাপ্তরিক কাজ শুরু করতে পারব।থানায় ব্যাপক অগ্নিসংযোগ, ভাংচুর করা হয়েছে। সব মিলিয়ে থানা গুছিয়ে আনতে কিছু সময় লাগবে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলতি মাসের ৫ আগস্ট সারাদেশের মত সিলেটের বিশ্বনাথ থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন