বিএনপিসহ আরও ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
দৈনিকসিলেট ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপিসহ আরও চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রথম বৈঠকে অংশ নেবেন বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপি বাদে অন্য দলগুলো হলো- আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদের দুই অংশ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।
এরপর সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যুক্তভাবে মতবিনিময় ও বৈঠক অংশ নেবেন।
জানা গেছে, বৈঠক অংশ নেবেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং গণঅধিকার পরিষদের (আরেক অংশ) আহ্বায়ক কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্যসচিব মো. ফারুক হাসান।