সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে জামায়াত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জামায়াত থানা পুলিশকে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি সিলেট জেলা দক্ষিণের মজলিসের শুরা সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর জামায়াতরে আমীর মাষ্ঠার ইমাদ উদ্দিন, নায়েবে আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এসিট্যান্ট সেক্রেটারী মাষ্ঠার বাবুল মিয়া প্রমুখ।