বড়লেখায় ৬ষ্ট দিনের মতো ট্রাফিকের দায়িত্বে নিসচা
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় এখনো ফিরেনি ট্রাফিক, টানা ৬ দিন থেকে দিন-রাত ট্রাফিকের দায়িত্বে রয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা, রোভার স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ ও বিএনসিসি।
গেল সোমবার সরকার পতনের পর অনেকটাই দূর্বল হয়ে পরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়কে নেই ট্রাফিক। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গেল ক’দিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। তাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে টানা ৬ দিন থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও দুই দিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সদস্যরাও সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিলেন।
সোমবার (১২ আগস্ট) বড়লেখা পৌর শহরে রাত ৮টা পর্যন্ত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, সাদিকুর রহমান, ছায়দুল আহমদ, সানি আহমদ, শাহীন আহমদ প্রমুখ।
এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, প্রায় এক সপ্তাহ পর দেশের অনেক জায়গায় আজ থেকে ট্রাফিক সড়কে শৃঙ্খলার কাজ শুরু করেছে। আমরা আশা করছি আগামীকাল থেকে বড়লেখা পৌর শহরে ট্রাফিক তাদের কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া সড়ক শৃঙ্খলার কাজে নিসচা বড়লেখা শাখা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।