কর্মবিরতির পর বিয়ানীবাজার থানার কার্যক্রম শুরু
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অবশেষে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকেল থেকে বিয়ানীবাজার থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করে থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এসে জয়েন করেছি। কিছুটা ঘুছিয়ে কয়েক দিন পর শুরু হবে। জরুরী বিষয়ে সেবা দেয়ার চেষ্টা করব। বাকি সহকর্মীরাও ধারাবাহিক ভাবে যোগদান করবেন। আপাতত আমরা সাধারণ ডায়েরি সহ বিভিন্ন সেবা চালু রেখেছি এ ছাড়া ও আমার নাম্বারটি চালু রয়েছে যেকোনো প্রয়োজন সর্ব সাধারণ যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, গত ৫ই আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিয়ানীবাজার থানায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে দরকারি জিনিসপত্র এবং পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যাওয়া সহ থানায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের ব্যবহৃত গাড়ি গুলো পুড়িয়ে দেয়এতে বিয়ানীবাজার থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।