নবীগঞ্জে থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ থানায় আসতে শুরু করেছে পুলিশ ও সেবা নিতে দেখা মিলছে জনসাধারণ মানুষকে। ১৩ আগস্ট মঙ্গলবার সকাল থেকে স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরো কয়েকদিন সময় লাগবে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুক আলী বলেন, অনেক ফোর্স এখনও আসেনি। তারা আসবে শিগগিরই। সব পুলিশ ফোর্স আসার পর আমরা পুরোপুরিভাবে দাপ্তরিক কাজ শুরু করতে পারব। নবীগঞ্জ থানায় কোনও ধরনের অগ্নিসংযোগ, ভাংচুর করা হয় নি। তাই সহজে সব মিলিয়ে থানা গুছিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলতি মাসের ৫ আগস্ট সারাদেশের মত হবিগঞ্জের নবীগঞ্জ থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ না করায় ধন্যবাদ জানিয়েছেন, নবীগঞ্জের সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও ছাত্র জনতাসহ সকল জনসাধারণকে।