স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল
সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থেকে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাফলং এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আলম রানার পরিচালনায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএনপি নেতা মজির উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক শুক্কুর আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহেমদ, পূর্ব জাফলং যুবদল নেতা আলাল উদ্দিন, আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল খান, পূর্ব জাফলং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রানাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।