কোম্পানীগঞ্জ থানা পুলিশের কার্যক্রমের শুরুতে মাদকের বড় চালান আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
পুলিশের কর্মবিরতি শেষে কাজে ফিরেই মাদকের বড় চালান আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১২ আগষ্ট) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর টুকেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল হাসিম কে আটক করে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি টিম।
পুলিশ সূত্রে জানাযায় মাদক ব্যবসায়ী আব্দুল হাসিমের বাড়িতে অভিযান পরিচালনা করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী আব্দুল হাসিমকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তীতে আসামী আব্দুল হাসিমের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ঘর তল্লাশী করে আরোও ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের ২৩ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়। আসামীকে উক্ত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বিক্রির উদ্দেশ্যে মাদক নিজ হেফাজতে রেখেছে বলে জানায়। উক্ত ঘটনায় আসামী আব্দুল হাসিমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ নিয়মিত মামলা রুজু করা হয় (মামলা নং ৩)। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পূর্বের আরও দুইটি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, অপরাধ দমন, আসামি গ্রেফতার ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে ১২ শ পিছ ইয়াবা সহ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।