শাশুড়ি টুথপেস্ট ব্যবহার করায় ভ্রমণ বাতিল!
দৈনিকসিলেট ডেস্ক :
পরিবার অথবা বন্ধুদের সঙ্গে দলবেঁধে কোথাও ভ্রমণে যাচ্ছেন। উৎসাহ-উদ্দীপনা নিয়ে সবকিছু গোছগাছ করাও শেষ। হঠাৎই কোনো একটা বিষয় নিয়ে কারও সঙ্গে লেগে গেল। এ অবস্থায় শেষ মুহূর্তে এসে অনেকেই ভ্রমণ বাতিল করেন। নিজেকে সরিয়ে নেন। তাই বলে সামান্য টুথপেস্টের কারণে কেউ ভ্রমণ বাতিল করেছে শুনেছেন! আশ্চর্য লাগলেও এমনই এক বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজের ব্যবহৃত টুথপেস্ট শাশুড়ি ব্যবহার করায় এক ব্যক্তি পারিবারিক ভ্রমণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
নিউজ এইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ভ্রমণে যেতে কয়েক মাস ধরে পরিকল্পনা করছিলেন। শেষমেশ তারা ইতালির ভেনিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। পরে পারিবারিক সেই ভ্রমণে যেতে তার শাশুড়িও এসে তাদের সঙ্গে যোগ দেন। আর তখনই বাধে বিপত্তি। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী যে টুথপেস্ট ব্যবহার করেন, সেটি তার শাশুড়ি ব্যবহার করেন। এতেই অগ্নিমূর্তি হয়ে নিজের ভ্রমণ বাতিল করেন ওই ব্যক্তি।
ওই ব্যক্তি জানিয়েছেন, এটা তার স্বপ্নের ভ্রমণ ছিল। কিন্তু শাশুড়ি বাসায় আসার পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র যেমন লোশন, শ্যাম্পু, ফেসওয়াশ ইত্যাদি ব্যবহার করতে থাকেন। যেটা তাকে বিরক্ত করত। শাশুড়ি তার টুথপেস্ট ব্যবহার করার বিষয়টি আবিষ্কার করার পর তিনি ‘অসুস্থ’ বোধ করতে থাকেন। শেষমেশ তিনি ভ্রমণই বাতিল করেন।