বড়লেখায় ৮ম দিনে সড়ক শৃঙ্খলায় নিসচা, আইন মেনে চলছে যানবাহন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
কর্মবিরতির কারণে ৮ দিন ধরে বড়লেখা পৌর শহরে এখনো ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতি নেই। এই অবস্থায় সড়ক শৃঙ্খলায় টানা ৮ দিনের মতো আজও ট্রাফিকের দায়িত্বে রয়েছে জাতীয়-সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। দিন-রাত ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক নিয়ম-শৃঙ্খলা বিষয়ক প্রচারাভিযান করছেন।
এছাড়াও বিরামহীনভাবে শৃঙ্খলার কাজে রয়েছে রোভার স্কাউট গ্রুপ, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ ও বিএনসিসি’র সদস্যরা এবং ৩ দিন থেকে মুক্তির বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজ করতে দেখা গেছে।
বুধবার (১৪ আগস্ট) পৌর শহরে বিভিন্নভাগে বিভক্ত হয়ে সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা সম্পাদক গণেশ কর, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, এহসান আহমদ, ছাদিকুর রহমান, ছায়দুল আহমদ, ছাইফুর রহমান, সানি আহমদ, প্রমুখ।
এদিকে সড়কে আইন মেনে চলছে সবাই যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। দাঁড়াতে হচ্ছে নির্দিষ্ট স্থানে। উল্টো পথে চলার কোনো সুযোগ নেই। যেতে হচ্ছে নিয়ম মেনে। লাইন ভেঙে তাড়াহুড়া করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। হেলমেট পরিধান করে চালিত হচ্ছে মোটরসাইকেল। মোবাইল ফোনে কথা বলে গাড়ি চালানোর সুযোগ নেই। সিট বেল্ট বেধে চালাতে হচ্ছে প্রাইভেট যানবাহন। ত্রিশ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালাতে হচ্ছে। পথচারীরাও রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। আর এসব কাজের তদারক করছিলেন নিসচা, স্কাউট গ্রুপ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।