শায়েস্তাগঞ্জে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি
মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে শায়েস্তাগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় পৌর শহর প্রদক্ষিণ করে রেলওয়ে পার্কিং এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম এফ আহমেদ অলি বলেন, বাংলার মানুষ শেখ হাসিনাকে চায় না, এই দেশে হাসিনা কোন অবস্থাতেই আসতে পারবে না। ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এসব হত্যাকাণ্ড চালিয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে এ গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না।
এদিকে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে বিএনপি নেতারা আরও বলেন, শুধু হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগের যে সব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্ভব রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিতে হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ফজলুল করিম, সহ সভাপতি আবদুল আজিজ ফরহাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, পৌর বিএনপি’র সভাপতি এম এফ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হোসেন সান্টু, মনিরুল হক রানা, বাবুল আহমেদ, সাইফুল ইসলাম, শামিম আহমেদ নাসির, শামিম আহমেদ শামীম, উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের যুবদলের সহ সমাজ কল্যাণ সম্পাদক এবং মদিনা যুবদলের সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।