জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭
দৈনিকসিলেট ডেস্ক :
গত জুলাই মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ৪৮৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, গত জুলাই মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮৭ জন এবং আহত হয়েছেন ৬৭৯ জন।
নিহতের মধ্যে নারী ৬৩ জন ও শিশু ৭১ জন।
গত জুলাই মাসেও শীর্ষে ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এর মধ্যে ১৭৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৬ জন, যা মোট নিহতের ৩২ দশমিক শূণ্য তিন শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ১৫ শতাংশ।
এ ছাড়া নানা দুর্ঘটনায় ১১৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ২০ শতাংশ।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে যানবাহন চালক ও সহকারী রয়েছেন ৬৮ জন অর্থাৎ মোট নিহতের ১৩ দশমিক ৯৬ শতাংশ।
গত জুলাই মাসে ছয়টি নৌ-দুর্ঘটনায় আটজন নিহত, ১১ জন আহত এবং তিনজন নিখোঁজ হয়েছেন।
এদিকে ১৯টি রেলওয়ে ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং আটজন আহত হয়েছেন।