উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন চারজন
দৈনিকসিলেট ডেস্ক
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে আরো কয়েকজন যুক্ত হবেন। নতুন উপদেষ্টারা আগামীকাল শুক্রবার শপথ নেবেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন সরকারে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চার থেকে পাঁচজন উপদেষ্টা যুক্ত হবেন সরকারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল সূত্রে জানা গেছে, শুক্রবারের শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
আগামীকাল শুক্রবার উপদেষ্টার শপথ নেবেন এমন চারজনের নাম পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার মর্যাদায়) আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নির্দেশনা পাওয়ার পর নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।
ছাত্র-জনতার বিক্ষোভের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়।
৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তবে তিনজন উপদেষ্টা যথাক্রমে বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদীপ চাকমা ওই দিন ঢাকায় না থাকায় তারা পরে শপথ গ্রহণ করেন।