নবীগঞ্জে ছাত্র-জনতাকে নিয়ে থানা পুলিশের বাজার মনিটরিং
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
টানা কয়েক দিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছে নবীগঞ্জ থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরেছে জনমনে। গতকাল শুক্রবার বিকালে পুলিশকে ফুল দিয়ে বরন করে নেয় নবীগঞ্জের ছাত্র জনতা। পরে ছাত্র-জনতাকে নিয়ে নবীগঞ্জ বাজার মনিটরিং করে নবীগঞ্জ থানা পুলিশ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, নবীগঞ্জ উপজেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবীগঞ্জের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
আন্দোলনে দেশের বিভিন্নস্থানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ভাংচুর, ক্ষয়ক্ষতি হলেও নবীগঞ্জে কোন ধরনের বিশৃংখলা না হওয়ায় নবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, আপনাদের জন্য থানা সবসময় উন্মুক্ত। যেকোনো প্রকার সেবা নেয়ার জন্য সবাইকে নবীগঞ্জ থানায় যাওয়ার এবং সুন্দর নবীগঞ্জ গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।