নির্মাতার বিরুদ্ধে এলিনার যে অভিযোগ
দৈনিকসিলেটডেস্ক
অভিনেত্রী এলিনা শাম্মী এবার এক নির্মাতার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ প্রকাশ করলেন সোশ্যাল হ্যান্ডেলে। তিনি লিখেন, একজন চাটুকার ডিরেক্টর, সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে। দুই-চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি। এখন আবার সুযোগ বুঝে চাটুকারি আর তোষামোদি শুরু করেছে। প্রতিদিন নীতিবাক্য পোস্ট করছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন