মাধবপুরে ইমাম নিয়োগ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর ও লুটপাট
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ইমাম নিয়োগ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার হরষপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরষপুর জামে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মসজিদটি দুই উপজেলার বিজয়নগর ও মাধবপুরের মধ্যে অবস্থিত। তাই উভয় এলাকার লোকজনই আধিপত্য বিস্তার করতে চায়। শুক্রবার জুমার নামাজের পরে ইমাম নিয়োগের বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপক্ষ চায় বতর্মান ইমামকে সরিয়ে দিতে, আরেক পক্ষ চায় রাখতে। এ নিয়ে বিকাল ৫টায় দিকে উপজেলার হরষপুর রেলস্টেশনে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরষপুর বাজার এলাকার ২০-৩০টি দোকান ভাঙচুরসহ লুটপাট করে। তিন ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের মধ্যে শিয়ালুরি গ্রামের রাজু আহমেদ ও সুলতানপুর গ্রামের জামাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্মঘর ইউপির চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, বিজয়নগরের কতিপয় দুর্বৃত্ত হরষপুর বাজারের ৩০-৪০ ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে। অনেকে আহত হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর পাওয়ামাত্রই আমরা সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা চেয়েছিলাম। রেলস্টেশনের ব্যারিয়ার পড়ে থাকায় আসতে কিছুটা দেরি হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।