সুনামগঞ্জে ২২ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১২ দিন আগে (৪ আগস্ট) থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র খালিছ মিয়া (১৯) ছাতক উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। খালিছ মিয়া ছাতক উপজেলার ভুরাইয়া এম এম কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
বাবুল মিয়া জানান, গত ২৭ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান তার ছেলে খালিছ। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে পুলিশ কাজ করছে।