ব্যক্তিগত সংগ্রহে নোকিয়ার ৩৬১৬টি মোবাইল ফোন
দৈনিকসিলেট ডেস্ক :
বর্তমানে মানুষের অতিপ্রয়োজনীয় গ্যাজেট হচ্ছে মোবাইল ফোন। এতে অনেকের আসক্তিও আছে। কেউ কেউ এগুলো সংগ্রহে রাখতেও পছন্দ করেন। তবে স্পেনের এক ব্যক্তি রীতিমতো মোবাইল ফোনের সংগ্রহশালা গড়ে তুলেছেন। বিশেষ পছন্দের কারণে তিনি ব্যক্তিগতভাবে নোকিয়ার ৩ হাজার ৬১৫টি মোবাইল সংগ্রহ করেছেন। আর এর মাধ্যমে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন।
বিশ্বরেকর্ড গড়া ব্যক্তি হলেন বার্সেলোনার বাসিন্দা ওয়েন্সস পালাউ ফার্নান্দেজ। তিনি বলেন, ১৯৯৯ সালে ক্রিসমাসের সময় যখন তিনি নোকিয়া ৩২১০ মডেলের মোবাইল উপহার পান, তখন থেকে এর প্রতি ভালোবাসা শুরু হয়। ২০০৮ সাল থেকে তিনি নোকিয়ার ফোন সংগ্রহ শুরু করেন। পরে তিনি অন্য ব্র্যান্ডের ফোনও সংগ্রহ করেন। এতে গড়ে ওঠে মোবাইল ফোনের বিশ্বের সর্ববৃহৎ ব্যক্তিগত সংগ্রহশালা। তিনি বলেন, আমি গত বছরের আগ পর্যন্ত টানা এগুলো সংগ্রহ করেছি। আমার সংগ্রহশালায় খুবই স্বতন্ত্র ও বিরল মডেলও রয়েছে। সূত্র: ইউপিআই