ভারতের চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা ঋষভ, অভিনেত্রী নিত্য ও মানসী
দৈনিকসিলেট ডেস্ক :
ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার (১৬ আগস্ট) ঘোষণা করা তালিকায় দেখা গেছে এবার বলিউড বনাম দক্ষিণের লড়াইয়ে আবার এগিয়ে থাকল দক্ষিণি সিনেমা।
বলিউডকে পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল মালায়ালাম ছবি ‘আত্তাম’। শুধু তাই নয় এবার সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণী অভিনেতার ঝুলিতে। বহুল আলোচিত ছবি ‘কান্তারা’র জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন ঋষভ শেঠি।
অন্যদিকে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘তিরুচিত্রম্বলাম’ ছবির জন্য নিত্যা মেনন। তার সঙ্গে যৌথভাবে ‘কচ্ছ এক্সপ্রেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মানসী পারেখ।
এক নজরে সেরাদের তালিকা-
সেরা ছবি: আত্তাম (মালায়লম)
সেরা বিনোদনমূলক ছবি: ‘কানতারা’
সেরা হিন্দি ছবি: ‘গুলমোহর’
সেরা বাংলা ছবি: ‘কাবেরী অন্তর্ধান’ (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা পরিচালক: উঁচাই (পরিচালক-সূরজ আর বারজাতিয়া)
সেরা নবাগত পরিচালক: ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)
সেরা অভিনেতা: ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা সহ-অভিনেতা: পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা অভিনেত্রী: নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম) ও মানসী পারেখ (গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস)
সেরা সহ-অভিনেত্রী: নীনা গুপ্তা (উঁচাই)
সেরা সম্পাদনা: আত্তম (মালয়লম)
সেরা সংগীত পরিচালক: প্রীতম (‘ব্রহ্মাস্ত্র’)
সেরা পার্শ্ব গায়ক: অরিজিৎ সিং (‘ব্রহ্মাস্ত্র’)
সেরা পার্শ্ব গায়িকা: বম্বে জয়শ্রী (‘সৌদি ভেল্লাক্কা’)