হারুনের শতকোটি টাকার ‘প্রেসিডেন্ট রিসোর্ট’
দৈনিকসিলেট ডেস্ক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জে নিজ এলাকায় গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নামে বিলাসবহুল প্রমোদাগার। জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটির প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ২০ হাজার টাকা। সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা। রিসোর্টটিতে শত কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আগের বছর অর্থাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্ট উদ্বোধন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের আলোচিত-সমালোচিত কর্মকর্তা হারুনের প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছোট ভাই ডা. শাহরিয়ার। তিনি হলি ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। রিসোর্টটিতে হারুনের পরিবারের ৫ থেকে ৭ একর জায়গা রয়েছে। বাকি অন্তত ৩৫ একর জায়গা ছিল অন্যদের। অন্য জমির মালিকদের দাম দেবেন বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখলে নেন। তবে কেউই জমির দাম পুরোটা পাননি। জায়গার দাম না পাওয়ায় এখনো অন্তত ১০ থেকে ১২ জন তাঁদের জমি রেজিস্ট্রি করে দেননি। তাঁদেরই একজন মিঠামইন সদর ইউনিয়নের গিরীশপুর গ্রামের দিলীপ বণিক।
ভুক্তভোগী দিলীপ বণিক জানান, হারুন রিসোর্ট করার কথা বলে তাঁর এক একর ১০ শতাংশ জায়গা নিয়েছেন। জমির কোনো দরদামও নির্ধারণ করা হয়নি। তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। অথচ জমির দাম হবে অন্তত ২০ লাখ টাকা। তিনি বলেন, ‘আমার মতো এমন অন্তত ১২ জন রয়েছেন, যাঁদের নামমাত্র টাকা দিয়ে জমি নিয়ে গেছেন হারুন।’
এলাকাবাসী বলছেন, সাবেক ডিবিপ্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদ পেয়েছেন। প্রতিদান হিসেবে হারুন তাঁর রিসোর্টের নাম দেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। জমি দখলে এটি একটি কৌশল বলে মনে করেন এলাকাবাসী।
রিসোর্টে ডুপ্লেক্স কটেজ, কালচারাল সেন্টার, আউটডোরসহ নানা রকম কারুকার্যসংবলিত পাথরের বিভিন্ন সামগ্রী রয়েছে। আছে একটি চায়নিজ রেস্তোরাঁ, শিশুপার্ক, ওয়াচ টাওয়ার, লেকসহ নানা কিছু।
সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী-এমপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চলচ্চিত্র জগতের তারকা এবং ভিআইপিরা বিলাসবহুল রিসোর্টটিতে সময় কাটিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে প্রেসিডেন্ট রিসোর্টের কাউন্টার এক্সিকিউটিভ তুহিন বলেন, ‘রিসোর্টে বুকিং চালু রয়েছে।’
হারুনের বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মিঠামইন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী চৌধুরী বলেন, হারুনের বাবা আব্দুল হাসেম মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করেননি। হারুন যখন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, তখন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দিয়ে তাঁর বাবার মুক্তিযোদ্ধা সনদ নেন। দখল করা জমিতে রিসোর্টের বিষয়ে হারুনের ছোট ভাই ডা. শাহরিয়ারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।সুত্র: আজকের পত্রিকা