সাংবাদিকের উপর হা ম লা য় ইমজার নি ন্দা ও প্র তি বা দ
দৈনিকসিলেটডটকম
দেশে চলমান আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে গণমাধ্যমের ওপর লাগাতার প্রকাশ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা), সিলেট।
ইমজা’র সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ এক যুক্ত বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার নগরীর চৌহাট্টায় শারীরিকভাবে আক্রমণের শিকার হন সময় টেলিভিশনের স্টাফ ক্যামেরাপার্সন নওশাদ আহমদ চৌধুরী ও সিলেট ব্যুরোর রিপোর্টার অপু বণিক। তারা শিক্ষার্থীদের গ্রাফিতি ও এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন।
এর আগে সংবাদ সংগ্রহকালে বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। জিন্দাবাজার এলাকায় বৈষম্যবিরোধি আন্দোলনকারীরা বিভৎসভাবে মারধর করে ৭১ টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমেদ সুজাত ও ক্যামেরাপরাসন তারেক আহমেদ সানিকে। ভেঙে চুরমার করে দেয়া হয় তাদের ক্যামেরা-মাইক্রোফোন।
বিবৃতিতে ইমজা নেতৃবৃন্দ বলেন, এই ধরণের হামলা কেবল নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। বিবৃতিতে তারা এ হামলার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানান।