বিয়ের ফাঁদে ফেলে প্রতারণাই ছিল মুন্নির পেশা
দৈনিকসিলেট ডেস্ক :
বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে মুন্নি খাঁন (২৭) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্নি খাঁন জেলার রায়পুরা থানার চর-আড়ালিয়া গ্রামের দানিস মিয়ার (৭০) মেয়ে।
পুলিশ জানায়, মেহেদী হাসান (৩০) নামে এক যুবকের দায়ের করা মামলায় মুন্নি খাঁন নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার মোবাইলফোন জব্দ করে মেহেদীসহ একাধিক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের গোপন ভিডিও ধারণের প্রমাণ পাওয়া যায়।
ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘বিয়ের ফাঁদে ফেলে প্রতারণাই ছিল মুন্নির পেশা। টাকা আত্মসাতের জন্যই সে আমাকে বিয়ে করেছিল। পরে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে মোবাইলে ধারণ করে রেখে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। খোঁজ নিয়ে জানতে পারি, আরও একাধিক পুরুষের সঙ্গে একই কাজ করেছে মুন্নি।’
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় মুন্নি খাঁন নামে এক তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’