সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেজর মোঃ শাহিন আলম
রাষ্ট্রীয় কাজে বাধাগ্রস্তকারী যে ব্যক্তিই হোক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
৬ বীর পিএসসি কমান্ডিং অফিসার মেজর মোঃ শাহিন আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা, জানমালের নিরাপত্তা, অবৈধ লুটতরাজ ও রাষ্ট্রীয় কাজে বাধাগ্রস্তকারী যে ব্যক্তিই হোক আমরা এ দেশের স্বার্থে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। সেনাবাহিনীর আলাদা সুনাম অক্ষুন্ন রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখেই এগিয়ে যেতে চাই। আমরা কোন দলের নয়, আমরা আপনাদের মধ্যে সুশাসন ও সার্বিক আইনশৃঙ্খলার সুন্দর পরিবেশ ফিরিয়ে দিতে চাই। কতদিন চুনারঘাটে আছি ঠিক বলতে না পারলেও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি, রাষ্ট্রীয় কাজে বাঁধা প্রদানকারী তাদের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ নিতি অবিচল থাকবে।
রবিবার ১৮ আগস্ট বিকেলে চুনারুঘাট উপজেলা হলরুমে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন তিনি।
এতে চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, বর্তমান সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছড়াও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সামিউন সহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।