মধ্যনগরে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা নিজাম
মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ভাটি বাংলার গর্ব মো: নিজাম উদ্দিনকে দেখতে নেতাকর্মীদের ঢল।
কেন্দ্রীয় ছাত্রদলের এই নেতা তার গ্রামের বাড়িতে অবস্থান করলে আজ রবিবার সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসে।সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা আসতে থাকে।এক পর্যায়ে নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের ফুলেল শুভেচছা বিনিময় শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভাটি বাংলার এই ছাত্রদল নেতা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান ও ছাত্রদলের সভাপতি, সেক্রেটারির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।সেই সথে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি চ্যালেঞ্জ করে বলেন আমার এলাকায় কোথাও সংখ্যা লুঘু পরিবারের উপর হামলা হয় নি,কোন বাড়িতে ডাকাতিও হয়নি,তারপরেও একদল ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সবাইকে সতর্কতার সহিত মোকাবিলা করার আহবান জানান।পরিশেষে এলাকার সন্তান হিসেবে পাশে থাকার ও দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।