বিয়ানীবাজারে ছাত্রদের নাম ব্যবহার করে চাঁদা আদায় আটক ১
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীনাজারে চাঁদা আদায়কালে ছাত্রী পরিচয় দানকারীকে আট করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তাকে আটক করে বিয়ানীবাজার থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, এই মেয়েটি রাস্তা পরিষ্কারের নামে ৩০ টাকা করে চাঁদা তুলে। পরে স্থানীয়রা তাকে চাঁদা আদায়কালে হাতে নাতে আটক করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর।
এদিকে বর্তমান পরিস্থিতিতে নামে কোনো শিক্ষার্থী চাঁদা আদায় করতে চাইলে তাকে সহযোগিতা না করার আহনাব জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন