ফ্লোরিডায় হিজাব পরিহিত মুসলিম নারীকে হেনস্থার দায়ে ৩৭ মাসের জেল
দৈনিকসিলেটডেস্ক
হিজাব পরিহিত মুসলিম নারীকে প্রাণনাশের হুমকি এবং অবিলম্বে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যাবার জন্য গালমন্দ করার মামলায় ফ্লোরিডার আদালত গত শুক্রবার এক ব্যক্তিকে ৩৭ মাসের জেল দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ডাক বিভাগের পিয়ন হিসেবে ৪৭ বছর বয়সী মুসলিম নারীটি ফ্লোরিডার ফোর্টলোডারডেলে দায়িত্ব পালনকালে গত অক্টোবরে উপর্যূপরি হুমকি দেয় কেনেথ পিঙ্কি (৪৭) নামক স্থানীয় এক বাসিন্দা। ডাক বিভাগের গাড়ি চালিয়ে তিনি সাউথ ফ্লোরিডার ব্রাউয়ার্ড কাউন্টিতে চিঠি বিলির সময় বেশ কয়েকদিন কেনেথের বিদ্বেষমূলক গালি হুমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। ধর্মীয় বিদ্বেষমূলক গালি ও প্রাণনাশের হুমকির চরম ঘটনা ঘটে ৯ অক্টোবর অর্থাৎ ইসরাইল-গাজার মধ্যেকার হানাহানির দুদিন পর। এর দু’সপ্তাহ পর আবারো আক্রান্ত হন ওই নারী ডাক-পিয়ন। সে সময় তাকে নিজ দেশে ফিরে যাবার হুমকি দেন কেনেথ। একইসাথে হিজাব পরিহিতা ঐ পিয়নের মুখে থুথু নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে দৌড়ে ডাক বিভাগের গাড়িতে উঠার পরও ঐ মুসলিম নারীকে ঘাড় ধরে ধাক্কা দেয়া হয়েছিল।
অর্থাৎ পেশাগত দায়িত্ব পালনে স্বস্তিবোধ করতে পারছিলেন না তিনি। ফ্লোরিডাস্থ সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস জানায়, কেনেথকে পুলিশ গ্রেফতারের পরই নিজের দোষ স্বীকার করায় শাস্তির পরিমাণ কমানো হয়েছে। তবে ৩৭ মাস কারাভোগের পর কেনেথকে আরো ৩ বছর কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে কাটাতে হবে।
ইউএস অ্যাটর্নি মাইকেল ডেভিস এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ যাতে কোনো ধরনের ভীতির মধ্যে নিপতিত না হন সেটি সকলের কাম্য এবং ফেডারেল কর্মীসহ সকল নাগরিকই নিজ নিজ দায়িত্ব নির্ভয়ে পালন করবেন-এটা যুক্তরাষ্ট্রের সংবিধান নিশ্চিত করেছে।