ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান দাবি
দৈনিকসিলেটডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বর্নাঢ্য র্যালী করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার বিকেলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শার্কিল মুর্শেদের নেতৃত্বে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করে।
র্যালি পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শার্কিল মুর্শেদ পরিচালনায় অনুষ্ঠিত সভা ও র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, মিছবাউর রহমান, রজব আহমদ, হাসান হাফিজুর রহমান টিপু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সালেক আহমদ, শেখ আব্দুল মনাফ, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, খন্দকার মনিরুজ্জামান মনির, সাইদ মাহমুদ ওয়াদুদ, আব্দুল আমিন, খন্দাকার ফয়েজ আহমদ, মোঃ আশিক মিয়া, সাইদুল এনাম চৌধুরী লাহিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আহমদ, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, খুনি হাসিনামুক্ত বাংলাদেশে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী আরো বেশি আনন্দময় ও মহিমান্বিত হতো যদি আমরা ইতিমধ্যে সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ, জুনেদ আহমদ ও আনসার আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দ ফিরে পেতাম। অবিলম্বে শেখ হাসিনার সৃষ্ট আয়নাঘর থেকে জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ, জুনেদ আহমদ ও আনসার আলীকে তাদের পরিবার ও সিলেটবাসীর কাছে ফিরিয়ে দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান, অন্যথায় নেতৃবৃন্দকে ফিরে পেতে সিলেটবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শার্কিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ প্রহরীর ন্যায় কাজ করতে হবে।
সভায় ঢাকা চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য চোখে গুলিবিদ্ধ সেলিম আহমদ সহ আন্দোলনের সময় আহত সকল নেতৃবৃন্দের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।