১৭ বছর পর রাজপথে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জগন্নাথপুর প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পর বাধাবিপত্তি ছাড়াই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় স্থানীয় পৌর পয়েন্ট থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
পরে বিএনপিন অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নেওয়াজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর বলেন, ১৭ বছর পর আজ আমরা রাজপথে বাধাবিপত্তি ছাড়াই র্যালি করতে পেরেছি। বিগত দিনগুলোতে আমরা অনেক কষ্টে এবং গোপনে সভা সমাবেশ করেছি। অত্যাচারী হাসিনা সরকার আমাদের রাজপথে নামতে দেয়নি। হামলা মামলার শিকার হয়েছি। আমরা শেখ হাসিনার বিচার চাই।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে বাংলার মানুষ তা আবার ফিরে পেয়েছে। তাই আজ আমরা স্বাধীনভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ মুক্তভাবে চলাফেরা করতে পারছি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে এ উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রাজপথে দেখা যাচ্ছে। যদিও তাঁদের দাবি এরআগেও বিএনপি রাজপথে ছিল। তবে নানা বাধাবিপত্তি কারণে তাঁরা স্বাধীনভাবে দলীয় কোন কর্মসূচি পালন করতে পারেনি। বর্তমানে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সভা করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে কাজ করছে বিএনপি। একইভাবে জামায়াত ইসলামকেও প্রকাশ্যে সভা করতে দেখা যাচ্ছে।##