কালিবাড়ী থেকে অস্ত্র সহ গ্রেফতার দুই, মামলা দায়ের
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট জালালাবাদ থানাধীন কালিবাড়ী সূধীর এন্ড সন্স নামক দোকান থেকে ২টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ দুইজনকে গ্রেফতারের খবর পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন পনিটুলা, পল্লবী আবাসিক এলাকার সূধীর চন্দের ছেলে চয়ন চন্দ, এবং আখালিয়া ব্রাহ্মণশাসন এলাকার সমিরন চন্দের ছেলে নির্মল চন্দ।
এব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে,আমাদের কাছে সংবাদ ছিল তারা দীর্ঘ দিন থেকে অস্ত্রের ব্যবসা করে আসছে এতদিন আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমান না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। গতকাল গোপন সংবাদের ভিক্তিতে আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার দিকে এস আই আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স সহ সূধীর এন্ড সন্সে সাক্ষিদের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এস আই আব্দুল আউয়াল বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এই মূহুর্তে মামলার তদন্তের স্বার্থে আর কিছু বলা যাবেনা। কালিবাড়ীর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান যে, চয়ন ছেলেটি আমাদের জানা মতে অত্যন্ত ভদ্র এলাকায় কারো সাথে উচ্চস্বরে কথা বলতেও দেখিনি, এই ছেলে এরকম কাজ করতেই পারেনা, নিশ্চয়ই তাকে ষড়যন্ত্র করে ফাসানো হয়েছে।