কালিবাড়ীর আলোচিত অস্ত্র মামলার রায় প্রদান
দৈনিকসিলেট ডটকম
গতকাল মহানগর দায়রা আদালতের বিচারক ই.কে. নাছির উদ্দিন জালালাবাদ থানার মামলা নং-১১ দীর্ঘ যুক্তিতর্ক শেষে সাক্ষ্য প্রমাণের ভিক্তিতে আসামি চয়ন চন্দ, পিতা: সূধীর চন্দ,এবং নির্মল চন্দ, পিতা: সমীরণ চন্দ উভয়কে ১২ (বার) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০০০০/ বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পলাতক আসামি চয়ন চন্দের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতার হওয়ার দিন থেকে তার সাজা গননা করা হবে।
সরকার পক্ষের আইনজীবী পি.পি. নওশাদ আহমদ এডভোকেটের সাথে কথা বললে তিনি বলেন যে, আমরা ন্যায় বিচার পেয়েছি আদালত কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা এই রায়ে অত্যন্ত খুশি। আসামি পক্ষের আইনজীবী পৃথিশ দত্ত জানান যে, সাহেদ আহমদ গংদের নীল নকশা বাস্তবায়নের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আমার মক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে তাদের বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে বিগত ১৯/০৮/২০১৮ ইংরেজি আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকার সময় সূধীর এন্ড সন্স দোকানে তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছিল এবং এস আই আব্দুল আউয়াল বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছিলেন।