কমলগঞ্জে পানি বন্দীদের মাঝে বিএনপি’র শুকনো খাবার বিতরণ
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসার পাহাড়ি ঢলে সৃষ্ট লঘুচাপে মূলধারায় বৃষ্টিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধলাই নদীর বাধ ভেঙ্গে পানি প্রবেশ করলে হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। লোকজন গবাদি পশু এবং হাঁস-মুরগি নিয়ে চরম সংকটে কৃষকরা। মাঠে ঘাটে ক্ষেতে পানি উঠায় চরম গো খাদ্য সংকটে পড়েছেন তারা।
বুধবার (২১ আগস্ট) সকাল থেকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া শফির নেতৃত্বে উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু ইউপি সদস্য মোতাহের আলী, বিএনপি নেতা মাসুক আহমেদ, শহিদ সিরাজি, আবুল কাসেম, কামাল আহমেদ,সবুর মিয়া, রাজা মিয়া, আছিম মিয়া, পানিবন্দি লোকজনের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি জানান, আমাদের পক্ষ থেকে সহায়তা অব্যাহত আছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু বলেন, আমরা বিভিন্ন পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করে যাচ্ছি। আমরা প্রতিদিন ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। আমার ইউনিয়নে পানিবন্দি কোনো মানুষ না খেয়ে থাকবে না।