লাকাও এর জিহ্বা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই!
দৈনিকসিলেট ডেস্ক :
বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বার নারীর নাম ব্রিটনি লাকাও। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে বসবাস করেন। লাকাও-এর জিহ্বা যে পরিমাণ চাওড়া তা নিয়ে তিনি হীনমন্যতায় ভুগতে পারতেন কিন্তু শরীরের এই অস্বাভাবিক চওড়া অঙ্গটি নিয়ে তিনি কখনো হীনমন্যতায় ভোগেননি বরং বিষয়টি মজার মনে করেন তিনি। লাকাও যখন ছোট তখন পরিবারের লোকেরা তার জিহ্বার প্রসঙ্গ তুলে মজা করতেন। পরিবারের বাইরের লোকজন এই বিষয়ে তেমন কিছু জানতেন না। লাকাও নিজ থেকে সহকর্মীদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতেন না।
লাকাও এর জিহ্বা ৩ দশমিক ১১ ইঞ্চি চওড়া। যুক্তরাষ্ট্রের আরেক নারী এমিলি শ্লেকারের জিহ্বা ২ দশমিক ৮৯ ইঞ্চি চওড়া। এই চওড়া জিহ্বার অধিকারী শ্লেকার নাম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে। এ বিষয়েও কিছু জানতেন না লাকাও। একদিন লাকাও এর এক ঘনিষ্ঠ বন্ধু শ্লেকার একটি ভিডিও দেখান। এরপরে লাকাও নিজের জিহ্বার চওড়া কতটুকু, তা জানতে উৎসাহ দেখান। পরিমাপ করে জানতে পারেন তার জিহ্বা শ্লেকার জিহ্বার চেয়ে বেশি চওড়া। এরপর লাকাও গিনেজ ওয়াল্ড রেকর্ড কতৃপক্ষের কাছে আবেদন করেন।
এবং তিনি শ্লেকার ১০ বছরের রেকর্ড ভেঙে গিনেজ ওয়াল্ড রেকর্ডে নিজের নাম লেখান।
অনেকেই লাকাও এর জিহ্বা সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে উঠেছেন। এ বিষয়টি উপভোগ্য মনে করছেন লাকাও।